সার্কের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক ডাল বর্ষ-২০১৬’ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ৮ ডিসেম্বর, ২০১৬ তারিখে উদযাপিত হয়। সার্ক এগ্রিকালচার সেন্টার ঢাকার উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় কৃষি সংস্থা সম্মিলিতভাবে অনুষ্ঠানের আয়োজন করে । বিএআরসি মিলনায়তনে বিকেলে আলোচনা অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এম পি; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান । সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক এর মহাপরিচালক জনাব তারেক আহমেদ এবং বিশ্ব খাদ্য সংস্থা এর বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। সকালে সার্ক ফ্লাগ স্ট্যান্টে সার্ক দেশসমূহের পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করা হয় । বিএআরসি ক্যাম্পাসে, সুদৃশ্য প্যান্ডেলে স্থাপিত ডাল দিয়ে তৈরি খাদ্যের প্রস্তুত প্রণালী’ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক । পরে মাননীয় প্রতিমন্ত্রী বিএআরসি মিলনায়তনে টেকনিক্যাল সেশনের উদ্বোাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো রফিকুল ইসলাম মন্ডল । স্বাগত ভাষণ দেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. এস এম বখতিয়ার । অনুষ্ঠানে Pulse Strategy for Sustainable Food and Nutrition Security in SAARC Regional বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশরের ইন্পারন্যাশনাল ড্রাইলেন্ড ডেভেলপমেন্ট কমিশনের নির্বাহী সচিব ড. মোহন সি. সাক্সেনা। জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক ডাল বর্ষ-২০১৬’ উদযাপনের এ অনুষ্ঠানে ৬টি ডাল বিষয়ক প্রবন্ধ উপস্থাপিত হয় ।